যশোরের বেনাপোল পৌর গেটের সামনে একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে এ মরদেহ উদ্ধার করে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া কীভাবে তার মৃত্যু হলো ও তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।