চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় আলু বিক্রেতাসহ ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৩ অক্টোবর) নগরীর আকবর শাহ থানাধীন কর্নেল হাট এলাকায় অভিযান পরিচালনা করেন সংস্থাটির চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।
তিনি জানান, অভিযানে মূল্যতালিকার চেয়ে বেশি দামে আলু বিক্রির অপরাধে আইয়ুব অ্যান্ড ব্রাদার্স নামের একটি আলু বিক্রেতা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মূল্য তালিকা না থাকায় মরিয়ম ট্রেডার্সকে এক হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় ক্যাফে আজমীর নামের একটি হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।