সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন খালেদা জিয়া

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া

চিকিৎসার জন্য সর্বাধুনিক সুবিধাসংবলিত এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সোমবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো এয়ারবাসের এ-৩১৯ বিশেষ অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন।

বিএনপি সূত্রে জানা যায়, দলটির চেয়ারপার্সনকে বহনকারী এই এয়ার অ্যাম্বুলেন্সটি রোববার ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। পরে সোমবার বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। পথিমধ্যে দোহাতে রি-ফুয়েলিংয়ের জন্য স্টপেজ নিবে। সেখান থেকে মঙ্গলবার সকালে লন্ডনে পৌঁছে সেখান থেকে সোজা হাসপাতালে যাবেন তিনি।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, বেগম খালেদা জিয়ার লন্ডন সফরে তার স্বাস্থ্যের দিক বিবেচনা করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ ফ্লাইটের জন্য কাতারের সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি অবহিত হওয়ার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নির্দেশে অত্যাধুনিক এই এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্তের কথা জানানো হয়।

এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়ার সঙ্গে সফরসঙ্গী হবেন ১৫ জন। ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে ৬ জন ডাক্তার থাকবেন। এছাড়া বেগম খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলী রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী পরিষদের সদস্য তাবিথ আউয়াল সফরসঙ্গী হিসেবে থাকবেন। এর বাইরে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা তার সঙ্গে লন্ডন যাবেন।

বিজ্ঞাপন