চট্টগ্রামের সীতাকুণ্ডের ইব্রাহিম হত্যা মামলার পলাতক আসামি মো. ওসমানকে (৩৮) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৮ অক্টোবর) উপজেলার সোনারগাঁও ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার ওসমান সীতাকুণ্ডের রঙ্গিপাড়া এলাকার আমিনুল হকের ছেলে।
র্যাব জানায়, সীতাকুণ্ড মকবুল রহমান জুট মিলে চাকরি করতেন নিহত ইব্রাহিম (৫৫)। ঘটনার দিন জুট মিলের ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন। ফেরার পথে আসামি ওসমানসহ অন্যান্যরা আগে থেকেই ঘটনাস্থলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। উক্ত এলাকায় চাকরি করার সুবাদে আসামিরা আগে থেকেই তার পরিচিত ছিল। ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় ওসমান এবং অন্যান্য আসামিরা তাকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করে।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার বলেন, হত্যা মামলার পলাতক আসামি ওসমানকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।