বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকেই থেকেই ২২ দিনের জন্য ইলিশ মাছ আহরন ও পরিবহন নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এতে বুধবার রাতের বেলায় ইলিশের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) রাত ৯ টা থেকে এমন দৃশ্য দেখা গেছে বরগুনা পৌর শহরের মাছ বাজারে। নিষেধাজ্ঞার এ সময়ে সামুদ্রিক মাছের চাহিদা পূরণ করতে মাছ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
মাছ বিক্রেতা ছগির হোসেন টিটু জানান, নিষেধাজ্ঞার কথা শুনে মাছ কিনত বাজারে ভিড় করছেন স্থানীয় ক্রেতারা। যার কারনে অন্যদিনের তুলনায় চাহিদা অনুযায়ী মাছ দিতে পারছেন না তারা।
এনামুল হাসান নামের আরেকজন ক্রেতা বলেন, গত দিনের ( মঙ্গলবার) তুলনায় মাছের দাম কেজি প্রতি ১০০ টাকার মতো বেড়েছে। তবুও আমি ২ কেজি ইলিশ মাছ কিনেছি ১২০০ টাকা কেজি দরে।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম মা ইলিশ রক্ষার্থে প্রতিবছরই এ সময়টাতে ইলিশ আহরণ নিষিদ্ধ করে সরকার। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে আগামি ২২ দিনের জন্য মাছ ধরা, পরিবহন, বিপণন ও সংরক্ষণ নিষিদ্ধ থাকবে।