অটোরিকশাসহ ৩দিন ধরে নিখোঁজ চালক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2023-11-12 12:34:12

প্রতিদিনের মতো মায়ের কাছ থেকে বিদায় নিয়ে অটোরিকশা নিয়ে বের হয়েছিল সজিব মিয়া (২২) নামের এক যুবক। সন্ধ্যায় ঘরে ফেরার কথা থাকলেও চালক সজিব অটোরিকশাসহ নিখোঁজ তিন দিন ধরে। 

তিনি সিরাজগঞ্জ জেলার কড্ডার মোড় এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে। পরিবারসহ থাকেন গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার সাহেব বাজার এলাকার আমিনুর ইসলামের কলোনিতে। 

পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে সজিব কালিয়াকৈর বাজার ও আশপাশের এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালায়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে অটোরিকশা নিয়ে বের হয় সজিব। দিন গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় চিন্তায় পড়েন পরিবার। পরে এদিক ওদিক খুঁজে দিশেহারা বাবা সাঈদ মিয়া। 

একপর্যায়ে শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে ছেলে নিখোঁজের ঘটনায় কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবার।

নিখোঁজ অটোরিকশা চালক সজিবের বাবা সাঈদ মিয়া জানান, ‘বৃহস্পতিবার সকালে আমার পোলাডা বাইর হইয়া গেছে। আজ তিন দিন হইল তার কোন খবর নাই। গ্রামের বাড়িতে গেছি সেখানেও নাই।’ 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, ‘একটি অটোরিকশা চালক নিখোঁজ হবার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার। আমরা ঘটনাটির তদন্ত করছি।’ 

 

এ সম্পর্কিত আরও খবর