নারায়ণগঞ্জে বাসে আগুন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-12 19:43:59

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে দুই নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে রাস্তায় পার্কিং করা নাফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নেভাতে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে। 

রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সিদ্ধিরগঞ্জে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি বাসে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর