পুরান ঢাকার সুত্রাপুরে মালঞ্চ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আগুনের উপস্থিতি টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
রোববার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে সুত্রাপুর কাঠেরপুল মালঞ্চ বাসস্টপে মালঞ্চ,ঢাকা মেট্রো-ব ১৫০২৮৩ এ বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
নাইট ডিউটির পাহারাদার সূত্রে জানা যায়, সকাল ৬ টার দিকে ২ টা মোটরসাইকেলে চারজন লোক এসে, এক বাইকের পিছন থেকে বাসের ড্রাইভারের সিটে তেল ঢালে, পিছনের বাইকের পিছনের সীট থেকে আগুন ছুড়ে মারে। তারপর মটর সাইকেলে করে চলে যায়।
বাসে অবস্থানরত বাসের কন্ট্রাক্টর বলেন, আমরা বাসের তিনজন স্টাফ বাসে সকল জানালা লাগিয়ে বাসের মধ্যে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আমার পায়ে আগুনে ছেক লাগে। আমি সাথে সাথেই আগুন আগুন করে চিৎকার দিয়ে দুইটা সিট দিয়ে আগুন চেপে ধরি। পরে দেখি নিচ থেকে আরও আগুন বের হচ্ছে। আমাদের চেচামেচিতে পাশেই সুত্রাপুর ফায়ার সার্ভিসের বাহিনী ১ মিনিটের মধ্যে এসে ২ টি আগুন নিভানোর সিলিন্ডার দিয়ে আগুনকে সম্পুর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, আমাদের কারও কোনো ক্ষতি হয়নি,তবে বাসের সামনের অংশের অনেকটা পুড়ে গেছে।