গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক আটক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2023-11-15 18:56:10

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুল মিয়াকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরে বুধবার (১৫ নভেম্বর) তাকে গাজীপুর বাসন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

আটকৃত বাবুল মিয়ার বাড়ি মাগুরা সদর এলাকায় হলেও দীর্ঘদিন ধরে তিনি সাভারের আশুলিয়া থানার ভাদাইল গ্রামে পরিবার নিয়ে বসবাস করে।

জানা যায়, ন্যূনতম ২৫ হাজার টাকা বেতন বৃদ্ধির দাবিতে সম্প্রতি গার্মেন্টস শ্রমিক আন্দোলনের নেতা ও গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুল। বিভিন্ন মহলে হঠাৎ তার নিখোঁজের গুজব উঠে। এসময় মঙ্গলবার (১৪ নভেম্বর) তিনি গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় আন্দোলনে নিহত দুই শ্রমিকের পরিবারের সাথে ও কর্মীদের সাথে সাক্ষাৎ করতে আসেন।

পরে কোনাবাড়ী এলাকা থেকে একটি বাসে উঠলে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইব্রাহিম ঘটনাটি নিশ্চিত করে বলেন, মহানগর গোয়েন্দা পুলিশ তাকে বাসন থানাধীন এলাকা থেকে তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছেন।

এ সম্পর্কিত আরও খবর