বিএনপি- জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতাল শুরুর প্রথমভাগে রবিবার (১৯ নভেম্বর) মাঝরাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী অংশে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (১৯ নভেম্বর) রাত ২ টার দিকে মহাসড়কের লালপোলে এ ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি। সড়কের মাঝখানে গাড়িতে আগুন দেওয়ায় কিছু সময়ের জন্য মহাসড়কে যানযট সৃষ্টি হয়ে যানচলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, চলতি অবস্থায় গাড়িটি হঠাৎ দাঁড়িয়ে যায় পরে দেখি গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে। একাধিক স্থানীয় বাসিন্দারা জানান, গাড়িতে আগুন লাগার পূর্বে আশেপাশের এলাকায় গোলাগুলির মতো বিকট কিছু শব্দ শোনা যায়।
অন্যদিকে, মহাসড়কের মাঝখানে আগুন লাগায় কিছুক্ষনের জন্য যানযট সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।
গাড়িটির চালক বলেন, ‘চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলাম। লালপোল অংশে আসলে আমার সামনের গাড়ি দাঁড়িয়ে যাওয়াতে আমিও দাঁড়াই। মুহুর্তের মধ্যে রাস্তার পাশ থেকে ৪ থেকে ৫জন লোক উঠে গাড়িতে পেট্রোল ছুড়ে মারে। ২ জন এসে হাতে চুরি নিয়ে আমাকে আঘাত করার চেষ্টা করে, পরবর্তীতে আমি একদিকে আমার হেলপার আরেকদিকে লাফ দিয়ে নেমে পালিয়ে যাই। এসে দেখি গাড়ির বেহাল অবস্থা।’
গাড়ির হেলপার মোহাম্মদ সেলিম বলেন, ‘রাস্তার পাশ থেকে কয়েকজন মিলে গাড়িতে পেট্রোল মারে। গাড়িতে পেট্রোল ছড়িয়ে যাচ্ছে দেখে আমি ও ড্রাইভার দুইজন দুইদিকে পালিয়ে যাই।’
আগুন নেভানোর কাজে নিয়োজিত ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ওয়াসি আজাদ বলেন, ‘মেসার্স ডায়মন্ড কার্গো সার্ভিস নামে কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল।পথিমধ্যে কে বা কারা আগুন দিয়েছে সেটি জানিনা। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। গাড়ির মালামালের ক্ষতির পরিমাণ এখনও বুঝা না গেলেও গাড়ির সামনের অংশ পুড়ে গেছে।’