রাজধানীর পুরান ঢাকার কাজী আলাউদ্দিন সড়কে ককটেল বিস্ফোরণে একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন লেগেছে।
রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।
তিনি বলেন, পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের ওয়ানস্টার হোটেলের সামনে একটি সিএনজিতে ককটেল বিস্ফোরণে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার ফায়ার স্টেশন গিয়ে আগুন নেভায়।