গাবতলীতে যাত্রী সংকট, ছাড়ছে না দূরপাল্লার বাস

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-19 09:54:38

দেশব্যাপী বিএনপি-জামায়াতে ইসলামী ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা হরতালের কারণে যাত্রী না আসায় গাবতলী বাস টার্মিনাল ফাঁকা হয়ে আছে।  

রোববার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

কমফোর্ট লাইন (প্রা:) লি: এর কাউন্টার মাস্টার মোহাম্মদ সুমন বার্তা ২৪ ডট কমকে বলেন, যাত্রী না থাকার কারণে আমরা বাস ছাড়তে পারছি না। আমাদের অনেক ক্ষতি হচ্ছে। প্রতিদিন বাসের স্টাফ, ড্রাইভারদেরকে বেতন দেওয়া লাগে। বাংলাদেশের সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দল হলো বিএনপি এবং আওয়ামী লীগ। বিএনপি দেশের মানুষের কথা চিন্তা করে এসব অবরোধ, জ্বালাও পোড়াও না করে তাহলে অনেক ভালো হবে।

পূর্বাসা পরিবহনের কাউন্টার মাস্টার মো: সাইফুল ইসলাম বার্তা ২৪ ডট কমকে বলেন, আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো যাত্রী বাস কাউন্টারে দেখা যায়নি। যাত্রী হলে আমরা অবশ্যই বাস ছাড়বো।

সূর্যমুখী পরিবহনের ম্যানেজার সারোয়ার বলেন, সকাল থেকে কোনো যাত্রী এখনো পর্যন্ত বাস কাউন্টারে আসে নি। একটি বাস ছাড়তে হলে কমপক্ষে ১৫ থেকে ২০ জন যাত্রী প্রয়োজন। অবরোধ-হরতালকে কেন্দ্র করে আমাদের অনেক ক্ষতি হচ্ছে।

হাবিব নামের একজন যাত্রী বার্তা ২৪.কমকে বলেন, আমার গ্রামের বাড়ি নেত্রকোনা। বাড়িতে আমার বউ অসুস্থ। এই মূহুর্তে বাড়ি যাওয়া আমার খুব দরকার। কিন্তু ঐরকম যাত্রী না আসার কারণে দূরপাল্লার বাসগুলো ছাড়ছে না। 

এদিকে পাঁচ দফা অবরোধের পর সরকার পদত্যাগের একদফা দাবি এবং তফসিল ঘোষণার প্রতিবাদে আজ রোববার (১৯ নভেম্বর) থেকে শুরু হয়েছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল।

রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।

   

এ সম্পর্কিত আরও খবর