বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন রোববার (১৯ নভেম্বর) বগুড়ায় শান্তিপূর্ণ ভাবে পালন হচ্ছে। হরতালের সমর্থনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পৃথক ভাবে মিছিল সমাবেশ করেছে।
রোববার সকাল ১০ টা পর্যন্ত বগুড়া জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সরেজমিনে ঘুরে দেখা গেছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর মধ্যেই যুবদলের নেতাকর্মীরা শহরের হাকিরমোড় ও খান্দার এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং করে।খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পিকেটাররা চলে যায়। হরতালের আগের রাতে পিকেটাররা শহরের খান্দার ও বনানী এলাকায় দুইটি যানবাহনে আগুন দেয়।
সকালে জেলা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামানের নেতৃত্বে হরতালের সমর্থনে বিএনপির একটি মিছিল বের হয়।মিছিলটি জেলা বিএনপি অফিসের দিকে যেতে চাইলে পুলিশের বাঁধার মুখে পড়ে। পরে মিছিল শেরপুর রোড প্রদক্ষিন করে সমাবেশ করে।অন্যদিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দ্বিতীয় বাইপাস মহাসড়কে সাবগ্রাম এলাকায় মহাসড়কে টাযার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ করে।
হরতালের কারণে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা যায়। মহাসড়কে বাস ট্রাক চলাচল বন্ধ রয়েছে।ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী কম।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শরাফত ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কোথাও ভাঙচুর বা নাশকতার ঘটনা ঘটেনি।