পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবকের মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2023-11-19 13:45:37

চট্টগ্রামের সাতকানিয়ায় উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার কেরানিহাট খালেকের দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ২৫ বছর বয়সী মনমত বৈরাগী ও ২৩ বছর বয়সী মো. আরিফ হোসেন। তারা দুইজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।

বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান।

তিনি বলেন, বেলা ১১ টার দিকে কেরানিহাটের খালেকের দোকানের সামনে মহাসড়ক চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলকে পেছন থেকে পিকআপ ভ্যানটি ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাইক ও পিকআপটি জব্দ করেছি৷ তবে এর আগে চালক পালিয়ে যায়। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও খবর