বিএনপি- জামায়াতসহ সমমনা দলের ডাকা হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর নানা স্থানে যানবাহনে আগুন দিয়েছে দূবৃর্ত্তরা। যার ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানবাহনের অবাধ চলাচল থাকলেও যাত্রাকালে যাত্রীদের নিরাপত্তাদানে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (১৯ নভেম্বর) রাজধানীর শাহবাগ, নিউমার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, দোয়েলচত্বর মোড় এলাকায় সরেজমিনে গিয়ে এসব চিত্র দেখা যায়।
চিরব্যস্ত শাহবাগ মোড়ে যানজটহীন অবাধ চলাচল চোখে পরে। এদিকে, মোড়ের পুলিশ বক্সের পাশেই সুসজ্জিত অবস্থায় দেখা যায় এক দল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা রোধ করতে তাদের এ যানবাহন এর অবাধ চলাচল এর একই দৃশ্য দেখা যায় নিউমার্কেট মোড় এলাকায়। অন্যান্য দিনের তুলনায় যানবাহনের উপস্থিতি কিছুটা কম। তবে নিউমার্কেট থানা পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে নীলক্ষেত মোড়ে নিয়মিত মাইক দিয়ে বাসচালক, যাত্রী এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে। এসময় কোনো অপচেষ্টাকারীকে ধরিয়ে দিতে পারলে পুরষ্কারও ঘোষণা করা হয়েছে
এদিকে রাস্তাঘাটের এমন অবস্থায় দুর্ভোগে পড়েছেন নিয়মিত বাসের যাত্রীরা। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন জান্নাতুল ফেরদৌস। তিনি বার্তা ২৪ কে এ ব্যাপারে জানান, ‘আগে বাসে যাতায়াত করতাম। নিয়মিত বাসেই অফিসে যেতাম। তবে এখন বাসে ভয় লাগে। পরিবার থেকেও বাসে যাতায়াত করতে নিষেধ করে দিয়েছে। রিকশায় যাতায়াত করি। এখন আগের তুলনায়চারগুণ খরচ হয়।’
এছাড়াও ঢাবি এলাকা, দোয়েল চত্বর, পলাশী এলাকায়ও যানবাহন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একই চিত্র লক্ষ করা গেছে।