রাজধানী থেকে বিপুল পরিমাণ আতশবাজি জব্দ, গ্রেফতার দুই

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিপুল পরিমাণ আতসবাজি জব্দ/ছবি: সংগৃহীত

বিপুল পরিমাণ আতসবাজি জব্দ/ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আতশবাজি জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো- ইমরানুল ইসলাম (২৬) ও শাওন (২৪)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাজধানীর উত্তরা অভিযান চালিয়ে পুরান ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য মজুদ করা বিপুল পরিমাণ আতশবাজি জব্দ করা হয়েছে। নববর্ষ উদযাপনে যেকোনো দুর্ঘটনা এড়াতে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে আতশবাজি ও ফানুস উড়ানো সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

প্রতি বছর আতশবাজি ফোটানোর কঠোর হুশিয়ারি দিলেও অনেকেই মানেন না। এবার এই বিষয়ে সিদ্ধান্ত কি হবে জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, আমাদের কঠোর নজরদারি রয়েছে। আমরা বিভিন্ন স্থানে অভিযান চলমান রয়েছে। আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে অতীতের চেয়ে প্রতিরোধ মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

থার্টি-ফাস্টের রাতে আতশবাজির শব্দে শিশুর মৃত্যু ও ফানুসের কারণে মেট্রোরেল বন্ধের মতো ঘটনা ঘটেছে। তাই আতশবাজি বন্ধে পুলিশ কতটা কঠোর হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিপুল পরিমাণ উদ্ধার করেছি। আমরা এটা পণ্যের উৎস থেকেই জব্দের চেষ্টা করেছি।

৫ই আগস্টে থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়েছে। থার্টি-ফাস্ট ঘিরে এই অস্ত্র ঘিরে কোনো শঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের বাড়তি নিরাপত্তা জোরদার আছে। এই ধরনের কোনো শঙ্কা নেই।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরণ আইনে মামলার প্রস্তুতি চলছে।