গাজীপুরে শ্রীপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বরমী ইউনিয়নের রিফজি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই ওই গ্রামের কাঠমিস্ত্রি মো. আল-আমিনের ছেলে তামিম মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৪)।
পরিবার সূত্রে জানা যায়, রোববার দুপুর আড়াইটার দিকে বসতবাড়ির পাশে সহপাঠীদের সঙ্গে খেলা করছিল তামিম ও ইসমাইল। খেলার এক পর্যায়ে ছোট ভাই ইসমাইল হঠাৎ পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে বড় ভাই তামিম ছোট ভাই ইসমাইলকে উদ্ধারের চেষ্টা করতে গেলে পা পিছলে পানিতে পড়ে যায় সে। কিছু সময় পর খেলতে থাকা শিশুদের মধ্যে একজন ইসমাইল হোসেনের মরদেহ পানিতে ভাসতে দেখে কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে পানি থেকে ইসমাইলকে উদ্ধার করে। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে অপর ভাই তামিমের মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, দুই ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিভাবে ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করছি।