নন্দীগ্রামে ট্রাকে আগুন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-11-19 20:31:11

বগুড়ার নন্দীগ্রামে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার ইউসুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা সোয়া ৭টার দিকে নন্দীগ্রাম কোয়ালিটি ফিড থেকে একটি খালি ট্রাক নাটোর উদ্দেশে যাচ্ছিল। পথে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম ইউসুবপুর এলাকায় পৌঁছালে ৬/৭ জন যুবক মোটরসাইকেল থেকে ইট পাটকেল ছুঁড়ে ও আগুন ধরিয়ে দেয়। এ সময় ট্রাকের চালক-হেলপার আগুন নেভানোর চেষ্টা করে। তাৎক্ষণিক সংবাদ পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়েছিল। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে এসে আগুন নেভানো হয়েছে। ট্রাকের সামনের কিছু অংশ পুড়ে গেছে। এই ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও খবর