রাজধানীর ধানমন্ডি সাত নম্বরে আনোয়ার খান মর্ডান হাসপাতালের সামনের সড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোরবার (১৯ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, রাত ৮টা ২৫ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে একটি বাসে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে বের হয়।
অগ্নিকাণ্ডের পর বাসের আরোহীরা দ্রুত নেমে যান। আশপাশের মানুষের মধ্যেও দেখা দেয় আতঙ্ক। ঘটনার পরপরই পুলিশ এসে পাশের একটি ভবন থেকে থেকে পাইপের মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।
ঘটনার প্রায় ১০ মিনিটর পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় ১০ মিনিট পর আগুন নেভানো হয়।