হামলা ও নাশকতার অভিযোগে গত ২৮ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ২৫ দিনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার সঙ্গে জড়িত মোট ৬১৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত মোট ৫৩ জনকে গ্রেফতার করা হয়।
ইমরান খান বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতা চালিয়ে আসছেন ফলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে। গত ২৮ অক্টোবর রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে দুষ্কৃতকারী ও সন্ত্রাসীরা রাজধানীর কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিলসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের উপর নৃশংস কায়দায় হামলা ও আক্রমণ চালায়।
তারা গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন, সরকারি বিভিন্ন যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়াও তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর করে।
সিনিয়র এএসপি ইমরান বলেন, তাদের হামলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষসহ বহু হতাহতের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে রাজনৈতিক দলসমূহের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে স্বার্থান্বেষী ও সুযোগসন্ধানী মহল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহনও ব্যক্তিগত পরিবহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ দেশব্যাপী বিভিন্ন ধরনের নাশকতার ঘটনা ঘটায়।
তিনি বলেন, ২১ নভেম্বর র্যাব রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে গত ১৮ নভেম্বর রাজধানীর মিরপুরের কালশী এলাকায় বসুমতী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি জড়িত আল মোহাম্মদ চাঁনসহ ৪ জন ও হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে রাজধানীর পল্লবী এলাকা হতে গ্রেফতার করা হয়।
এদিকে রাজধানীর বসিলা এলাকায় অভিযান চালিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে গ্রেফতার করেছে র্যাব-২। মঙ্গলবার বিকেলে রাজধানীর বসিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাবের ১৪৫টি টহল ও সারাদেশে র্যাবের ৪২৫টি টহল দল মোতায়েন রয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যাব ফোর্সেসের রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে। অবরোধে গণপরিবহনের নিরাপত্তা প্রদানে দূরপাল্লার বাসগুলোকে চাহিদার প্রেক্ষিতে র্যাবের এসকর্ট প্রদানের মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছে দেয়া হচ্ছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।