আসন প্রতি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কমেছে ৩ জন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-11-21 19:57:04

আগেরবারের তুলনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতি আসনের বিপক্ষে মনোনয়ন প্রত্যাশী কমেছে ৩ জন।

এর আগে, ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত গত চার দিন দ্বাদশ জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। মনোনয়ন ফরম বিক্রি শেষে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার দেওয়া তালিকা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা চার দিনে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি করে ৩ হাজার ৩শত ৬২ টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যা ছিল ৪ হাজার ২৩টি। সে হিসেবে একাদশ সংসদ নির্বাচনে আসন প্রতি প্রায় ১৪ জন মনোনয়ন প্রত্যাশী থাকলেও এবার কমে প্রায় ১১ জন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরাবরের মতো আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল জোটগতভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। কিছু আসন জোটের শরিকদের ছেড়ে দেবে আওয়ামী লীগ। এর বাইরে সমমনা আরও কিছু দলের সঙ্গে নির্বাচনকালীন সমঝোতা হতে পারে। এক্ষেত্রে সমমনাদের কিছু আসনে ছাড় দিতে পারে ক্ষমতাসীন দলটি।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশের সকল রাজনৈতিক দল নির্বাচনে আসলেও এবারের পরিস্থিতি ভিন্ন। এবার বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে আসছে গত একবছর ধরে। ১৫ নভেম্বর নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে হরতাল-অবরোধের মত কর্মসূচি পালন করছে দলগুলো। তারপরও তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে অনড় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন।

সে লক্ষ্যে তফসিল ঘোষণার পরপরই দলটি ঢাকাসহ সারা দেশের পাড়ায়-মহল্লায় তফসিলকে স্বাগত জানিয়ে মিছিলের কর্মসূচি পালন করে। এর মূল লক্ষ্য দেশকে একেবারে নির্বাচনের ডামাডোলে সম্পৃক্ত করা বলেও জানান দলটির নেতারা।

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর শনিবার (১৮ নভেম্বর) সকালে দলটির সভাপতি মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করেন। এরপর থেকে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে এ বিক্রি কার্যক্রম।

উল্লেখ্য, এ বছর ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগ ১৭২টি, ময়মনসিংহ বিভাগ ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপর বিভাগে ৩০২টি ও রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।

 

এ সম্পর্কিত আরও খবর