বেনাপোলে ১৮ সোনার বারসহ পাচারকারী আটক

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-11-21 20:39:18

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী নামক স্থান থেকে দুই কেজি ওজনের ১৮ পিস সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটক স্বর্ণ পাচারকারী আক্তারুল বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের আবু বককারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুহিত হোসেন জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে সোনার একটি চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি অভিযান চালিয়ে আক্তারুল নামের সোনা পাচারকারীকে আটক করে।

পরে তার শরীর তল্লাশি করে ১৮ টি স্বর্ণবার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ৬৮৬টাকা। তার বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানায় বিজিবি।

এ সম্পর্কিত আরও খবর