দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় তলব করে চিঠি দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি সিনিয়র সহকারী জজ শেখ আনিসুজ্জামান আচরণবিধি লঙ্ঘন করায় গোলাম দস্তগীর গাজীকে ব্যাখা চেয়ে চিঠি দেন।
চিঠিতে বলা হয়, দেশের গণমাধ্যমের সচিত্র প্রতিবেদনসূত্রে গোচরীভূত হয়েছে যে আপনি ২৯ নভেম্বর দুপুরে ব্যানার ফেস্টুন নিয়ে একজন সসস্ত্র কর্মীসহ অনেক সমর্থক নিয়ে বিশাল শোভাযাত্রা করতে করতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, রূপগঞ্জ এর কার্যালয়ে আপনার মনোনয়নপত্র দাখিল করেছেন, যা নির্বাচন আচরণ বিধিমালা ২০০০৮ এর গুরুত্বর লঙ্ঘন।
এতে আরও বলা হয়, ১ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনে সিনিয়র সহকারী জজ শেখ আনিসুজ্জামানের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্য প্রদানের জন্য নির্দেশক্রমে আপনাকে অনুরোধ করা হলো।