বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনী পরিস্থিতি ভালো: সিইসি

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-21 18:21:21

সারাদেশে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখনও পর্যন্ত নির্বাচনী পরিস্থিতি ভালো আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

রোববার (৩০ ডিসম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরে আই ই এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এখনও পর্যন্ত সুষ্ঠু ভোট হচ্ছে। দুই-একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এর মধ্যে নোয়াখালীর পূর্ববাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ফলে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ ছাড়া অন্য একটি কেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় ছয়জন আহত হয়েছেন।’

তিনি আরো বলেন, সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীকে ইন্সট্রাকশন দেওয়া আছে তারা কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকে তাহলে ওই সব কেন্দ্রের ভোট বন্ধ করে দিতে হবে। পরে এসব কেন্দ্রে আবারও ভোট হবে। ঢাকায় বসে তো আর পুরো দেশ নিয়ন্ত্রণ করা যাবে না।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, ‘দিন শেষে বলা যাবে, ভোট কতটুকু অংশগ্রহণমূলক হলো।’

বিভিন্ন কেন্দ্রে অনেক প্রার্থীর এজেন্ট না থাকার বিষয়ে সিইসি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমাকে এ বিষয়ে কেউ কিছু জানায় নি। ফলে এ বিষয়ে আমার কিছু করার নেই।’

ভোট বর্জনের যে সংস্কৃতি শুরু হয়েছিল। সেটা কি এ নির্বাচনের মাধ্যমে দূর হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এ নির্বাচনের মাধ্যমে আমাদের মাথা ‘উঁচু’ হবে।’

এ সম্পর্কিত আরও খবর