বগুড়ায় বাজারে জাল নোট ছড়ানোর আগেই র্যাবের হাতে ধরা পড়েছে চক্রের চার সদস্য। এসময় তাদের কাছ থেকে দুই লাখ ৮৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে বগুড়া সদর থানা সংলগ্ন আকবরিয়া আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করে র্যাবের একটি দল।
র্যাব-১২, বগুড়া বিশেষ ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আকবরিয়া আবাসিক হোটেল এর চতুর্থ তলায় ২৭ নং রুমে অভিযান চালিয়ে সাত্তার মৃধা (৫০), শাহিন মিয়া (৪২), রনি মোল্লা (২২), মোবারক মিয়া (৪৩) নামের চারজনকে আটক করা হয়। পরে ওই কক্ষে তল্লাশি করে দুই লাখ ৮৭ হাজার টাকার জাল নোট ও ৭টি মোবাইল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করে জানায়, দীর্ঘদিন যাবত তারা জাল টাকার ব্যবসার সাথে জড়িত। বগুড়ার হাট বাজারে জাল নোট সরবরাহ করার জন্য তারা বগুড়ায় আসে এবং হোটেলের কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।