মালিবাগে গাড়িতে আগুন, ভাঙচুর, যান চলাচল বন্ধ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 12:50:40

মালিবাগ চৌধুরীপাড়ায় সড়ক দুর্ঘটনায় কারখানার দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে ঐ এলাকায় ২০ থেকে ২৫ টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। ফলে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি বার্তা২৪কে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান।

মিম ও নাহিদ পারভীন নামের ঐ দুই পোশাক শ্রমিক এমএইচ ফ্যাশন গ্যার্মেন্টসে কাজ করতেন বলে জানা গেছে।

আরও পড়ুন:

সরেজমিনে দেখা যায়, বিক্ষুব্ধ জনতা এখনো গাড়িতে ইটপাটকেল মারছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান তারা। যতক্ষণ পর্যন্ত ঐ গাড়ির চালককে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত এ প্রতিবাদ চালিয়ে যাবেন বলেও জানান তারা।

এদিকে সংশ্লিষ্ট জোনের সহকারী পুলিশ কমিশনার রাকিবুল হাসান বার্তা২৪কে বলেন, ‘বিক্ষুব্ধ জনতার তুলনায় পুলিশের সংখ্যা কম থাকায় আমরা এখনো প্রতিরোধ গড়তে পারিনি। আমাদের আরও পুলিশ ফোর্স আসছে।’

 

এ সম্পর্কিত আরও খবর