নির্বাচিতদের নিয়ে দ্বিধায় ঐক্যফ্রন্ট

ঢাকা, জাতীয়

মুজাহিদুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-14 03:56:29

শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বেসরকারি ফলাফল ঘোষণার পাশাপাশি নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশ হয়েছে। চলছে নির্বাচিত এমপিদের শপথ গ্রহণের প্রস্তুতি ও মন্ত্রিসভা গঠনের নানা কর্মযজ্ঞ। সেই কর্মযজ্ঞে যোগ দেওয়া না দেওয়া নিয়ে দ্বিধায় রয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

বিষয়টি খোলাসা করে কেউ কিছু বলছেন না। একজন বলছেন, শপথ নেবেন না, তো আরেকজন বলছেন বিবেচনায় রয়েছে। তাহলে কি শেষ মুহূর্তে শপথ নেবেন ঐক্যফ্রন্টের নির্বাচিত এমপিরা? এমন প্রশ্ন থেকেই যায়। নেতাদের কেউ বলছেন, আলোচনা চলছে। শীঘ্রই অর্থ্যাৎ দু একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

ইসি সূত্রে জানা গেছে, বুধবার (২ জানুয়ারি) নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশ হবে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। এবং ১০ জানুয়ারির মধ্যেই মন্ত্রিসভা গঠন করা হবে।

সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নির্বাচিত এমপি হারুন অর রশিদ বার্তা২৪.কমকে বলেন, ‘আমার ব্যাক্তিগত কোনো চিন্তাভাবনা নেই দলীয় সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।’

বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩১ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছি সুতরাং শপথ নেওয়ার প্রশ্নই ওঠে না।’

একইসময়ে জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন বলেন, ‘আমাদের নির্বাচিত প্রার্থীদের বিষয়ে আমরা বিবেচনায় রাখছি। শীঘ্রই সিদ্ধান্ত জানতে পারবেন।’

আইনে বলা আছে, সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে। তবে ভোটের কতদিন পর গেজেট হবে সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে স্পিকারকে অবহিত না করলে বা শপথ না নিলে সদস্য পদ খারিজ হবে।

এদিকে, ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। পুনঃনির্বাচনের দাবি জানিয়ে আগামী বৃহস্পতিবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে তারা। সেই সাথে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার পাশাপাশি আন্দোলনের কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে আন্দোলনের ধরণ কেমন হবে বা কি কর্মসূচি থাকছে তা এখনও নির্ধারণ হয়নি বলে সূত্রটি নিশ্চিত করেছে।

এ প্রসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বার্তা২৪.কমকে বলেন, আমরা প্রার্থীদের ডেকে পাঠিয়েছি। আগামী ৩ ডিসেম্বর তাদেরকে নিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া হবে। এছাড়া নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ করা হবে। নেতৃবৃন্দ্বের সঙ্গে আলাপ-আলোচনা করে কর্মসূচি নির্ধারণ করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত নির্বাচিতরা হলেন, বগুড়া-৬ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, মৌলভীবাজার-২ আসনে সুলতান মোহাম্মদ মুনসুর আহমদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. হারুন অর রশিদ, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান। তারা ধানের শীষ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। এছাড়াও সিলেট-২ আসনে গণফোরামের নিজস্ব প্রতীক ‘উদীয়মান সূর্য’ নিয়ে নির্বাচিত হয়েছেন মোকাব্বির খান।

এদিকে, জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিতদের শপথ নেওয়ার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যারা নির্বাচিত হয়েছেন, তারা জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন। জনগণের রায়কে যেন অসম্মান না করে।

এ সম্পর্কিত আরও খবর