মালিবাগে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় মামলা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-25 15:28:20

রাজধানীর মালিবাগে সুপ্রভাত পরিবহনের চাপায় দুই গার্মেন্টস কর্মী নিহতের ঘটনায় মামলা হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) মামলার বিষয়টি বার্তা২৪কে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি ফজলুল করিম।

ফজলুল করিম জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামী জুনায়েদকে (২৭)কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, বাস দুর্ঘটনায় নিহতের ঘটনায় রাতেই নিহত পলির মা, জরিনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং-০১।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক খান বার্তা২৪কে বলেন, বাস দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহতের ঘটনায় ২৭৯, ৩০৪(খ) এবং ৩৩৭ দণ্ডবিধিতে মামলা দায়ের করা হয়েছে। যা দ্রুত গতিতে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে সামান্য আঘাতসহ মানুষকে মেরে ফেলার অপরাধ এবং তাচ্ছিল্যভাবে হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হবে।

এ সম্পর্কিত আরও খবর