পৃথিবীর সকল রাষ্ট্রই শেখ হাসিনার ওপর আস্থাশীল

ঢাকা, জাতীয়

খুররম জামান, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 23:52:28

গত দশ বছরে শেখ হাসিনা বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছেন তাতে পৃথিবীর সকল রাষ্ট্রই তার ওপর আস্থাশীল।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বুধবার (২ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বার্তা২৪.কমকে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের পর বিশ্বের রাষ্ট্র নেতারা শেখ হাসিনাকে নিয়ে যে ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে তাকে অনেক উপরে তুলে ধরা হয়েছে।

শাহরিয়ার বলেন, যারা টুকটাক সমালোচনা করেছেন তারাও বাংলাদেশের অর্থনৈতিক ও গণতন্ত্রের উন্নতির প্রশংসা করেছেন এবং বাংলাদেশের এ চলার পথে সঙ্গী হতে চেয়েছেন।

শাহরিয়ার বলেন, যারা টুকটাক সমালোচনা করেছেন তারাও বাংলাদেশের অর্থনৈতিক ও গণতন্ত্রের উন্নতির প্রশংসা করেছেন এবং বাংলাদেশের এ চলার পথে সঙ্গি হতে চেয়েছেন।

প্রধানমন্ত্রী চেয়েছিলেন অংশগ্রহণমূলক নির্বাচন। সে জন্য তিনি আগ বাড়িয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন। শেষ পর্যন্ত সকলেই নির্বাচনে এসেছে। অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু নির্বাচন যা হওয়ার তাই হয়েছে।

কিছু অভিযোগ রয়েছে তা নির্বাচন কমিশন তদন্ত করে দেখে সিদ্ধান্ত নেবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে নির্বাচন গ্রহণযোগ্য হল কিনা তা এ দেশের জনগণের বিষয়। বাইরে থেকে কে কি বলল তা গুরুত্বপূর্ণ নয়।

এ সম্পর্কিত আরও খবর