ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সমস্ত নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণে সংশ্লিষ্টদের ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন মেয়র সাঈদ খোকন।
বুধবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরান ঢাকার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে নির্বাচনী পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন।
এ সময় সাঈদ খোকন বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীদের লাগানো পোস্টার ফেস্টুন ব্যানার অপসারণের জন্য ৪৮ ঘণ্টা সময় দিচ্ছি। এ সময়ের মধ্যে সব ধরনের নির্বাচনী পোস্টার, ফেস্টুন ও ব্যানার অপসারণ করে ফেলবেন।’
স্ব স্ব এলাকার নির্বাচিত সংসদ সদস্যদের এ কাজে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আশা করি অল্প সময়ের মধ্যে নগরবাসীকে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারব।’