শপথ নিতে সংসদ ভবনে নব-নির্বাচিত এমপিরা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-07-01 05:10:33

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে আজ (৩ জানুয়ারি)।

বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে নব-নির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করবেন। তবে একবারে জায়গা সংকুলান না হলে ধাপে ধাপে শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে তারা সংসদ ভবনে আসতে শুরু করেছেন।

জানা গেছে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে এবং পরে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। প্রথমে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য, পরে জাতীয় পার্টি (জাপা) ও অন্যান্য সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে।

শপথ শেষে পৃথক পার্লামেন্টারি পার্টির বৈঠকে বসবে আওয়ামী লীগ ও জাপা। এ বৈঠকে তারা তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন।

এদিকে শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবনে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠানে আগত অতিথিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন। এছাড়া শপথ উপলক্ষে সংসদ ভবনের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর