ফের করোনা উদ্বেগ, একদিনে শনাক্ত ২১

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-01-04 17:30:56

দেশে গত ২৪ ঘণ্টায় ২১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৪৬ হাজার ৩৬৭ জনে দাঁড়িয়েছে। এদিন এ ভাইরাসে আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয় নি।  

বৃহষ্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৩ শতাংশ। এ সময় ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

শুরু থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৪৭৭ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৯৫১ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও খবর