স্বাক্ষর জাল করে জমি খারিজ, যুবক আটক 

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম,বগুড়া | 2024-01-11 13:49:59

বগুড়ার শাজাহানপুরের সহকারি কমিশনারের (ভূমি) স্বাক্ষর জাল করে জমির খারিজ খতিয়ান ও ডিসিআর তৈরির অভিযোগে আটক যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দুপুরে শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ি বাজার থেকে জাকিউল আলম লিমন নামের ওই যুবককে সহকারি কমিশনার (ভূমি) অনিক ইসলাম নিজেই আটক করেন।

আটক জাকিউল আলম লিমন শেরপুর উপজেলা টাউন কলোনী এলাকার জমিস উদ্দিন ছেলে। তিনি শাজাহানপুর উপজেলা দুবলাগাড়ি হাটে লিমন ফটোকপি এন্ড কম্পিউটার নামে একটি দোকান পরিচালনা করতেন।

শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা গ্রামের আব্দুল বাছেদ জানান, তিনি জমি খারিজে সহযোগিতার জন্য দুবলাগাড়িতে লিমনকে কাগজপত্র দেন। চুক্তি মোতাবেক ৯ হাজার টাকার বিনিময়ে কয়েকদিন পর খারিজ খতিয়ান ও ডিসি আর কাগজপত্র তাকে দেয়া হয়। তিনি যাচাই করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে জানতে পারেন তার জমি খারিজ হয়নি। পরে তিনি সহকারি কমিশনার (ভূমি) অফিসে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয় এবং তার দোকান সিলগালা ও মালামাল জব্দ করা হয়।

সহকারি কমিশনার অনিক ইসলাম জানান, শাজাহানপুর উপজেলার সাবেক সহকারি কমিশনার (ভূমি) সানজিদা মোস্তারীর স্বাক্ষর জাল করে বর্তমান সহকারি কমিশনার   (ভূমি) নাম দিয়ে ভুয়া খারিজের কাগজপত্র তৈরি করে দেন আটক জাকিউল আলম লিমন।

তিনি বলেন, 'আটক জাকিউল আলম লিমনকে থানায় হস্তান্তর করে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা দায়ের করা হয়েছে।' 

এ সম্পর্কিত আরও খবর