নীলফামারীতে ঘন কুয়াশা আর শীতের তীব্রতায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। এ সময়ে নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের পাশে উষ্ণতা নিয়ে দাঁড়িয়েছে নীলফামারী র্যাব-১৩ ।
শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ী সরকারি প্রাথমিক মাঠে নিম্ন আয়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন র্যাব-১৩।
এসময় র্যাবের অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জি, আর সারোয়ার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম, জলঢাকা পৌর মেয়র ইলিয়াস হোসেনসহ র্যাব-১৩ এর সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
র্যাবের অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে র্যাব-১৩ সর্বদা আন্তরিক।