সুবর্ণচরে গণধর্ষণের প্রতিবাদে মহিলা দলের মানববন্ধন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 18:33:00

নোয়াখালীর সুবর্ণচরে সংগঠিত গণধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।

শনিবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের জননীর ওপর যে বর্বর হামলা সংগঠিত হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, ‘গণতন্ত্র আজ ধুলায় গড়াগড়ি খাছে, তারা জোর করে ক্ষমতার মসনদে বসেছে, জনগণের নিরাপত্তা তাদের কাছে নাই।’

আফরোজা আব্বাস বলেন, ‘৩১ ডিসেম্বর জালিয়াতির মাধ্যমে এ সরকার ক্ষমতায় এসেছে, এসেই সেই আগের রুপ ধারণ করেছে। আজ ভিন্নমত অবলম্বন করায় যে গণধর্ষণের ঘটনা ঘটেছে আমরা মহিলা দল তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আজ আমরা এইখানে এসেছিলাম শুধু প্রতিবাদ জানাতে কিন্তু পুলিশ ভাইরা আমাদের দাঁড়াতে দিচ্ছিল না, তাহলে কী কেউ অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না? আমি বলতে চাই যদি এভাবে চলতে থাকে তাহলে এ দলের (আওয়ামী লীগ) কাছে কোন মা, বোন শিশু সন্তান নিরাপদে থাকবে না।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শাহেদা রফিক বলেন, ‘৩১ তারিখ রাতে যেই ঘটনা ঘটেছে তার লজ্জা প্রতিটা আদম সন্তানের, প্রতিটা মায়ের সন্তানের, আজ জাতি লজ্জিত, আমি এ ধর্ষণ ঘটনার সাথে জড়িতদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেত্রী সেলিমা রহমান, মহফুজা বেগম সহ দলটির অনান্য নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর