বাণিজ্য মেলার ফুড কোর্টে মূল্য তালিকা না দেখালে স্টল বন্ধ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-24 11:59:57

বাণিজ্য মেলায় ফুড কোর্টে মূল্য তালিকা প্রদর্শিত না হলে সেই স্টল বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার (৫ ডিসেম্বর) ২৪ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত সমন্বয় সভায় তিনি একথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, বাণিজ্য মেলাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নিরাপত্তার অংশ হিসেবে বাণিজ্য মেলায় ফুড কোর্টে মূল্য তালিকা প্রদর্শিত না হলে। কর্তৃপক্ষের সহযোগিতায় সেই স্টল বন্ধ করে দিবে পুলিশ।

এসময় পুলিশ কমিশনার বলেন, নিরাপত্তার স্বার্থে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীরা পৃথক পথে প্রবেশ ও বাহির হবেন।  প্রবেশের পূর্বে অবশ্যই মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে প্রবেশ করতে হবে। মেলা প্রাঙ্গণ ও তার আশপাশে থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। সিসি ক্যামেরা দিয়ে সমগ্র মেলা এলাকা ও তার আশপাশ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে।

অন্যদিকে টিকিট কালোবাজারী ও ইভ-টিজিং রোধে থাকবে পুলিশের বিশেষ টিম। মেলার অভ্যন্তরে সুবিধাজনক স্থানে ৪টি হেল্প ডেস্ক স্থাপন করা হবে। মেলার অভ্যন্তরে থাকবে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা। মেলা প্রাঙ্গণে মোটর সাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বাণিজ্য মেলার নিরাপত্তা সম্পর্কে কমিশনার বলেন, পূর্বের ন্যায় আমরা যথেষ্ট মজবুত ও সু-সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে মাসব্যাপী পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্য ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবে। নিরাপত্তার স্বার্থে মেলা প্রাঙ্গণে কোনো হকার ও ভিক্ষুক থাকবে না। অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রতিটি স্টলে অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে হবে। পুলিশ কন্ট্রোল রুমের পাশে স্থাপন করা হবে লস্ট এন্ড ফাউন্ড সেন্টার।

মেলার নিরাপত্তা বিধানে ডিএমপি সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবে। যার যার অবস্থান থেকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

উল্লেখ্য এবারের ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে ৯ জানুয়ারি আর শেষ হবে ৮ ফেব্রুয়ারি।

 

এ সম্পর্কিত আরও খবর