সহকর্মীদের চোখে বিনয়ী সৈয়দ আশরাফ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 23:04:00

কর্ম ও রাজনীতির মাঠের সহকর্মীদের চোখে বিনয়ী-নম্র সদ্য প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। নম্র ব্যবহারে আপামর জনতার কাছে অপরিমেয় জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। মুক্তিযোদ্ধা হিসেবে একাত্তরের রণাঙ্গনে মুজিব বাহিনীর সদস্য হয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন। তার প্রয়াণে রাজনীতির অঙ্গনে অপূরণীয় ক্ষত সৃষ্টি হয়েছে।

শনিবার (৫ জানুয়ারি) রাতে বেইলি রোডের সরকারি বাসভবনে মরহুম সৈয়দ আশরাফের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আসা নেতাকর্মীরা এভাবেই তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।

শ্রদ্ধা নিবেদন করতে এসে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বলেন, ‘আশরাফ ভাইয়ের সঙ্গে যা কয় দিন কাজ করেছি দুজনের মধ্যে কোনো বিরোধ ছিল না। আমার আর উনার মতামতে মিল ছিল সব সময়ই। তিনি একজন অমায়ীক মানুষ ছিলেন।’

'উনি এতই ভালো মানুষ ছিলেন যে, পূর্ণমন্ত্রী হয়ে আশরাফ ভাই মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর যত দিন আমার নতুন অফিসে মালামাল গোছানো না হয়েছে; তত দিন তিনি নিজের রুমে বসেননি।’

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘এক সঙ্গে অনেক সময় কাটিয়েছি, উনি চলে যাওয়ায় দল ও দেশের অনেক ক্ষতি হয়েছে যা অপূরণীয়।’

'তিনি সব সময় নেত্রীর পাশে ছিলেন, আমি মনে করি বর্তমান রাজৈনতিক নেতারা উনাকে অনুসরণ করলে অনেক এগিয়ে যাবেন।'

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সৈয়দ আশরাফ বিনয়ী, ভদ্র, নম্র মানুষ ছিলেন। টেলিফোন ধরতেন না তিনি। তবে উনার সঙ্গে দেখা করে যদি টেলিফোন করার বিষয়টি বলা হতো, তাহলে কাজটি সহজে হয়ে যেতো, যথাযথভাবে করতেন তিনি। তখন আর ক্ষোভ থাকতো না।’

এ সম্পর্কিত আরও খবর