বিগত দুই বারের সাফল্যের ধারাবাহিকতায় দেশের ঐতিহ্যবাহী ও জুয়েলারি পণ্যভিত্তিক বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর উদ্যোগে তৃতীয় বারের মতো শুরু হতে যাচ্ছে সর্ববৃহৎ জুয়েলারি মেলা বাজুস ফেয়ার-২০২৪।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) নবরাত্রি (হল নম্বর-৪) এ আগামী ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি মোট তিন দিন চলবে এই মেলা। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীদের জন্যে মেলার গেট খোলা থাকবে। মেলায় প্রবেশের টিকেটের মূল্য ধরা হয়েছে জনপ্রতি ১০০ টাকা। এবারের মেলার প্রতিপাদ্য বিষয়- 'সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়।'
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে বসুন্ধরা সিটিতে বাজুসের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের মুখপাত্র ডা. দিলিপ কুমার রায়।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে একটি নতুন অবস্থান তৈরিতে এই মেলা সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাদের। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে। এছাড়া মেলা শেষে মেলায় অংশগ্রহণ করা প্রত্যেক প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। এতে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, অভিনেতা, মডেল ও শোবিজ তারকারা উপস্থিত থাকবেন।
এবারের মেলায় মোট ৪১ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে ৯ টি প্যাভিলিয়ন, ১৭ টি মিনি প্যাভিলিয়ন ও ১৫টি স্টল থাকবে।
অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ডায়মন্ড ওয়ার্ল্ড, আমিন জুয়েলার্স, কুঞ্জ জুয়েলার্স, রয়েল মালাবার, আপন জুয়েলার্স অন্যতম।