তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ল শিশু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2024-02-11 15:18:43

সাভারের আশুলিয়ায় একটা বাড়িতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস শিশু সাকিবের মরদেহ উদ্ধার করেছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সাভারের আশুলিয়ার পানধোয়া এলাকায় শামসুন্নাহারের মালিকানাধীন টিনশেড বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুনে ছড়িয়ে পড়ে প্রায় ৪টি কক্ষে।

নিহত সাকিব আশুলিয়ার পানধোয়া এলাকার দিনমজুর নিজামউদ্দিনের ছেলে।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বার্তা২৪.কমকে বলেন, শিশুকে তালাবদ্ধ ঘরে রেখে কাজে যেতেন তার বাবা-মা। কিন্তু আজ সেই ঘর থেকেই আগুনের সূত্রপাত। এক প্রতিবেশীর কাছে সাকিবদের ঘরের চাবি ছিল, আগুন ছড়িয়ে পড়লে তারা ঘর খুলে সাকিবকে বের করার চেষ্টা করলেও আগুনের তীব্রতায় সাকিবকে বের করতে পারেনি। পরে খবর পেয়ে আমরা আগুন নেভাই ও শিশুটির পুড়ে যাওয়া লাশ উদ্ধার করি।

অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, শিশুটি আগুন নিয়ে খেলছিল নাকি শর্টসার্কিট হয়েছে তা আপাতত বলতে পারছিনা।

স্থানীয় পাথালিয়া ইউপি সদস্য মোজাফফর হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটি অনেক দরিদ্র। তারা এই এলাকার স্থানীয় বাসিন্দা হলেও নিজেদের কোন বাড়িঘর নেই।

আশুলিয়া থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর আলম মিয়া বার্তা ২৪.কমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিহতের লাশ ফায়ার সার্ভিস উদ্ধার করে আমাদের কাছে দিয়েছে। ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। লাশের কিছু অংশ পাওয়া গেছে।

এ সম্পর্কিত আরও খবর