পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে ময়মনসিংহ র্যাব-১৪'র দুই কর্মকর্তা বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবা পদক পেয়েছেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ শেষে তাদের পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ময়মনসিংহ র্যাব-১৪'র অপারেশনস্ অফিসার উপপরিচালক মো. আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
অসীম সাহসিকতা ও গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয় বারের মতো বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এ ভূষিত হয়েছেন, ময়মনসিংহ র্যাব-১৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ (বিপিএম)-সেবা পদকে ভূষিত হয়েছেন র্যাব-১৪ ময়মনসিংহ অপারেশনস্ অফিসার উপপরিচালক মো. আনোয়ার হোসেন।
"স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে ২০২৪ পুলিশ সপ্তাহ-২০২৪'র শুভ উদ্বোধন সময় র্যাব-১৪, ময়মনসিংহ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বিপিএম সাহসিকতার জন্য দ্বিতীয় বারের মতো বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম এবং অপারেশনস্ অফিসার উপপরিচালক মো. আনোয়ার হোসেনকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম (সেবা) পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।