চট্টগ্রামের কোতোয়ালি থেকে বাসে মোবাইল ফোন ছিনতাই চক্রের সাহাবুদ্দিন গ্রুপের সক্রিয় সদস্য মো. ইব্রাহিম প্রকাশ জিসান প্রকাশ দিশানকে (২২) আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৭টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নগরীর স্টেশন রোডস্থ ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে ৭ নম্বর বাস পার্কিং সংলগ্ন ফুটপাতের ওপর অভিযান পরিচালনা তাকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক জানান, আটকের পর আসামি জিসানের হেফাজত হতে ৭টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।