কুতুবদিয়ায় ৪ রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার | 2024-03-05 18:53:51

কক্সবাজারের কুতুবদিয়ায় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ৪ রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (০৪ মার্চ) রাতে উপজেলার ধুরুং বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্প-১৮’র নুর কামাল (২৭), একই ক্যাম্পের মো. রিদোয়ান (১৮), সুফিয়ান (১৬) এবং চাকমারকুল ক্যাম্প-২১’র এনায়েত (২০)।

মঙ্গলবার (০৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন- কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির।

তিনি বলেন, ধুরুং বাজারের পূর্ব পাশে আশ্রয়ণ প্রকল্পে কিছু রোহিঙ্গা ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুতুবদিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহাগ মল্লিক সোমবার রাতে ওই প্রকল্পের একটি বাড়ি থেকে তাদের আটক করেন।

তারা দীর্ঘদিন উপজেলার বিভিন্ন জায়গায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী তারা সকলেই পুলিশের নিকট এ তথ্য দেন বলে জানান ওসি।

ওসি জানান, আটককৃতরা থানা হেফাজতে রয়েছে। এসব রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগিতায় কারা জড়িত সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

 

এ সম্পর্কিত আরও খবর