পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরিয়ে নিতে হবে: তারানা হালিম

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-03-05 20:21:43

অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে পুরান ঢাকার কেমিক্যাল কারখানাগুলো সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন সরকার দলের সংসদ সদস্য তারানা হালিম।

মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, আওয়ামী লীগ সরকার পুরান ঢাকায় কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের পর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু যখন সেটি কার্যকর করতে যাওয়া হয় তখন যারা বাসিন্দা আছেন তারাই কিন্তু সাহায্য করেন নাই। কাজেই যারা বাসিন্দারা থাকেন বা বসবাস করেন তাদেরও চিন্তা করতে হবে যে যদি এই ধরনের একটি দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারাই হন। কাজেই এই কেমিক্যাল কারখানাগুলো সরিয়ে নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, কমার্শিয়াল যে স্পেসগুলো থাকে সেগুলো যদি সরকার নির্ধারিত স্পেসের জায়গাতেই হয় তাহলে ফায়ার এক্সিট বাধ্যতামূলকভাবেই করা হয়। কিন্তু অনেকসময় যত্রতত্র গড়ে ওঠা ভবন বাসাবাড়ির জন্য ব্যবহার করার কথা থাকলেও সেগুলো কমার্শিয়াল স্পেস হিসেবে ব্যবহৃত হয় দেখে ফায়ার এক্সিট থাকে না।

তিনি অনুরোধ জানিয়ে বলেন, সমস্ত সরকারি যে ডিপার্টমেন্টগুলো আছে সমন্বিতভাবে এই কাজগুলো করবে। এবং জনগণ তাতে সহায়তা করবে। কারণ এতে তাদেরই জীবন রক্ষা পাবে।

এ সম্পর্কিত আরও খবর