ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা | 2024-03-06 11:48:00

সাতক্ষীরার আশাশুনিতে নির্মাণাধীন ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (৬ মার্চ) ভোরে উপজেলার কাঁদাকাটির ধাপুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার কালিগঞ্জ উপজেলার তারালি গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৮) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম (১৮)। আহত কর্নেল ঘোষ (১৭) তারক ঘোষের ছেলে ।

দরগাহপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল জানান, তালার জেঠুয়া থেকে যজ্ঞ দেখে ফেরার পথে মোটরসাইকেল চালক হঠাৎ নির্মাণাধীন ব্রিজ দেখে ব্রেক করায় নিয়ন্ত্রণ হারিয়ে সাইড পিলারে ধাক্কা খেয়ে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একজন আহত হয়।

তিনি বলেন, ব্রিজটির কাজ তিন বছরেও শেষ করেনি ঠিকাদার। প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে।

আশাশুনি থানার এসআই আব্বাস জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর