স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে রাষ্ট্রপতি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-03-06 12:57:13

স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই) হয়ে যুক্তরাজ্য পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকেল সাড়ে ৪টায় যুক্তরাজ্য পৌঁছান রাষ্ট্রপতি।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা লন্ডনের হিথ্রো বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এসময় রাষ্ট্রপতির সঙ্গে তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং বঙ্গভবনের কর্মকর্তারা ছিলেন।

রাষ্ট্রপ্রধান স্বাস্থ্য পরীক্ষার জন্য ইউএই ও যুক্তরাজ্যে ১০ দিনের সফরে ৩ মার্চ ঢাকা ত্যাগ করেন।

২০২৩ সালের ১৮ অক্টোবর ৭৪ বছর বয়সী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বিদেশে কার্ডিয়াক বাইপাস সার্জারি করেন।

রাষ্ট্রপতি আগামী ১৩ মার্চ লন্ডন থেকে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর