হারানো ১০৯ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর 

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2024-03-06 16:00:13

রাজবাড়ী জেলায় বিভিন্ন সময় হারানো বা চুরি হওয়া ১০৯টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

বুধবার (৬ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ (পিপিএম) মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার উপস্থিত ছিলেন।

হারিয়ে যাওয়া ফোন হাতে পেয়ে একাধিক ব্যক্তি বলেন, আমাদের আস্থা ছিল রাজবাড়ী জেলা পুলিশ ফোন উদ্ধার করে দিবেন। অনেক নিউজ দেখেছি হারিয়ে যাওয়া ফোন উদ্ধারে রাজবাড়ী পুলিশ ভাল কাজ করেন। সেই জায়গা থেকে আমাদের আস্থার প্রতিদান দিয়েছেন পুলিশ।

হারিয়ে যাওয়া ফোন হাতে পেয়ে এক নারী উদ্যোক্তা বলেন, মাত্র ৭ দিনে আমার ফোন উদ্ধার করে দিয়েছে পুলিশ। এটা সত্যি অবিশ্বাস্য! আমার অনেক ভালো লাগছে।

পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ (পিপিএম) বলেন, আমাদের কাজের মধ্যে এই কাজটি চমৎকার লাগে। জেলা পুলিশ সদস্যরা এই কাজটি করতে পেরে গর্ব করে। আমাদের পুলিশ সদস্যরা প্রতিদিন হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে। গত ফেব্রুয়ারি মাসে আমরা ১০০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছি। হারানো মোবাইল ফিরে পেয়ে মানুষ সত্যি খুশি হয়।

প্রকৃত মালিকদের কাছে ফোন হস্তান্তর শেষে জেলায় কর্মরত সংবাদকর্মীদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন পুলিশ সুপার। তিনি বলেন, মাদক নির্মূলে রাজবাড়ী জেলা পুলিশ জিরো টলারেন্স। পাংশায় বাবার লাঠির আঘাতে অনকাঙ্খিতভাবে মেয়ের মৃত্যুর পেছেনে যদি কারো ইন্ধন বা উস্কানি থাকে সেগুলো তদন্ত করে দেখা হবে। সম্প্রতি পুলিশ সপ্তাহে পিপিএম পদক পাওয়ায় জেলার সংবাদকর্মীরা পুলিশ সুপারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ সম্পর্কিত আরও খবর