রমজানের পবিত্রতার নামে শ্রমিক ছাঁটাই নির্যাতন বন্ধ ও বেতন বোনাসের দাবিতে পঞ্চগড়ে হোটেল শ্রমিকেরা মানববন্ধন করেছেন।
এ ছাড়া জেলা প্রশাসকের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিসহ ১ মাসের বেতনের সমপরিমাণ ঈদ বোনাস, ঈদের ৭ দিন আগেই বোনাস প্রদান ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার (১০ মার্চ) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে পঞ্চগড় জেলা শহরের হোটেল রেস্তোরাঁর শ্রমিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- পঞ্চগড় জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, সাবেক সভাপতি আব্দুল গনি, হোটেল শ্রমিক লীগের সভাপতি মোবারক আলী।
বক্তারা অভিযোগ করেন, পঞ্চগড় জেলায় প্রায় এক হাজার ৮শ শ্রমিক তাদের পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে, বিনা চিকিৎসায়, বাসস্থান, শিক্ষা ইত্যাদি সমস্যায় জর্জরিত হয়ে বেঁচে থাকার লড়াই করছেন।
যারা চাকরিতে করছেন, তাদের আসন্ন রমজানে আরেক দফা ছাঁটাই করা হলে তারা কোথায় যাবেন!
তারা অভিযোগ করেন, আমরা এমনিতেই সারাবছর হোটেল শ্রমিকদের চাকরির অনিশ্চয়তা, সময়মতো বেতন না পাই না। তারপরে অতিরিক্ত কর্মঘণ্টা, আইন অনুযায়ী পাওনা পরিশোধ না করেই প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়।
এছাড়া স্বাস্থ্যসম্মত কর্ম-পরিবেশ ও থাকা খাওয়ার সুব্যবস্থা না থাকা, কথায় কথায় বিনা অজুহাতে চাকরিচ্যুত করা, নিয়োগপত্র, পরিচয়পত্র না দিয়ে শ্রম অধিকার থেকে বঞ্চিত করা হয়। এতে করে নানা সমস্যা সংকট নিয়ে জীবন, জীবিকা চালাতে হয়।
তার ওপর রমজান মাস এলে এ অজুহাত দিয়ে আরেক দফা ছাঁটাই করা হয়। এ সব সমস্যা সমাধানে তারা মানববন্ধন করছেন।