প্রার্থীদের অভিযোগ,অনুযোগের মধ্য দিয়ে গতকাল শেষ হলো কুমিল্লা সিটি কর্পোরেশনে (কুসিক) মেয়র পদের উপ-নির্বাচন। এতে বড় ব্যবধানে জয় পেয়েছেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসীন বাহার সূচনা।
মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সূচনা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর চেয়ে প্রায় ২২ হাজার ভোট বেশি পেয়েছেন। বলা যায়, সাক্কু ছাড়া বাকি ২ প্রার্থী পাত্তা পাননি সূচনার কাছে।
ভোটারদের মতে, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের আশীর্বাদপুষ্ট হয়েই মেয়র হয়েছেন সূচনা। দলীয় প্রতীক না থাকলেও বাহারের নির্দেশেই মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো সূচনার পক্ষে কাজ করেছে।
এদিকে ভোটের দিন সকাল থেকেই কেন্দ্রের আশেপাশের এলাকায় বাস প্রতীকের সমর্থকদের জটলা লক্ষ্য করা গেছে। সূচনা ছাড়া বাকী তিন জন প্রার্থীরই অভিযোগ ছিল, 'বাহার' কর্মীরা তাঁদের লোকজনকে কেন্দ্রের ধারে-পাশে ঘেঁষতে দেয় নি। ভোটারদের কেন্দ্রে আসতেও বাধা দিয়েছে বাস প্রতীকের ব্যাজধারী লোকেরা।
আওয়ামী লীগের একটি সূত্র জানায়, নির্বাচনের আগেরদিন ছক সাজান আ ক ম বাহাউদ্দিন বাহার। সেই অনুযায়ী কাজ করেছেন দলের নেতাকর্মীরা।
এদিকে ভোটে বিজয়ী হয়ে গণমাধ্যমের মুখোমুখি হননি তাহসিন বাহার সূচনা। তবে ভোটের দিন সন্ধ্যায় কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে ভোটের ফলাফল ঘোষণা ও পরিবেশন কেন্দ্রে এসে তিনি বলেছেন, ইনশাআল্লাহ শতভাগ নিষ্ঠার সঙ্গে আমার কাজের মাধ্যমে এই ভালোবাসার ঋণ শোধ করবো।