আসছে বাজেটে বেসরকারি খাতের মতামতকে গুরুত্ব দেওয়া হবে: অর্থমন্ত্রী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-03-10 13:43:08

আসছে বাজেটে বেসরকারি খাতের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

অর্থমন্ত্রী বলেন, বেসরকারি খাতের উন্নয়নে সরকার নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

রোববার (২০ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক প্রাক- বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেছেন।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, দেশের উন্নয়নে যার যার অবস্থান থেকে অবদান রাখা যায়। দায়িত্ব পালন করা যায়। ছোট- বড় প্রতিষ্ঠান পার্থক্য নয়, সবাইকে দায়িত্ব নিতে হবে।

আলোচনায় সাবেক মুখ্যসচিব সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, পৃথিবীতে একমাত্র বাংলাদেশের ডেল্টা প্ল্যান রয়েছে।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সংসদ সদস্য এ কে আজাদ বলেন, কর্মসংস্থান না বাড়লে রাজস্ব বাড়বে কীভাবে?

এ সম্পর্কিত আরও খবর