সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ | 2024-03-10 19:08:42

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ২১০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৯ মার্চ) দিবাগত গভীর রাতে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলো, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ কান্দিরপাড়া গ্রামের মো. মহিদুল ইসলাম মধুর ছেলে মো. মাকসুদুর রহমান কিরন (২৫) ও দৌলতপুর ইউনিয়নের বেজপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. ইউসুফ আলী সবুজ (২৯)।

রোববার (১০ মার্চ) বিকালে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ওসি) মো. জুলহাজ উদ্দীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডলের তথ্য ও দিক নির্দেশনায় জেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর মিয়াবাড়ী মার্কেটের সামনে এক মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ২১০ বোতল ফেন্সিডিলসহ ওই দুই মাদক কারবারি কে আটক করা হয়েছে।

আটক মাকসুদুর রহমান কিরণের বিরুদ্ধে ৪টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও খবর